শীত নেই তবু শীত তাড়া করে যায়,
বাতাসে বসন্তের মৃদু গন্ধ যদিও বেড়া্য়,
আকাশের নীল চোখ বিষন্ন মু্খ,
উত্তপ্ত সূর্যের ঝলমল বুক।
তবুও আমার প্রাণে আলাস্কার শীত,
নাড়িয়ে তুলেছে আমার অস্থিত্বের ভিত।
শীতের বলগা নদীর মত অসহ্য ঠান্ডায়
আমি জমে বরফ হয়ে যাচ্ছি শিহরায়।
হয়তোবা একদিন মেরুদেশের শেষবিন্দু পানির মতন
পৃথিবীতে ঠান্ডা হয়ে জমে যাবে আমার জীবন।
এমনও তো হতে পারে লোকচক্ষুর অন্তরালে
একদিন পড়ে যাবো হয়ে দেবদাস,
বাংলার অচিন কোন গাঁয়ে পড়বে মোর লাশ।
আমার লাশের গন্ধে অসহ্য হবে লোকজন,
কেবল আমার শোকে লুটিয়ে পড়বে একজন,
মুর্ছা যাবে প্রবল কান্নায়।
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন।
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন