শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

আমি সংসারের উদাসীন উদ্ভাস্তু


আমি সংসারের এক উদাসীন উদ্ভাস্তু

শিমি
হৃদয়ের রক্তক্ষরণে
নীল বিষের সাগরে
চোখের উত্তপ্ত অশ্র মিশিয়ে
লোকচক্ষুর অন্তরালে
গোপনে গোপনে আমি
তোমাকে
 কত যে করেছি স্মরণ।

শিমি 
বলো তুমি
ভালবাসা কি এমন হয়,
এমন বিষধর কি এর বিষ নিঃশ্বাস
এমন প্রচন্ড কি এর উদ্যম শক্তি
যা আমার বুকটাকে
ভঙ্গুর কাঁচের মত
হাতুড়ির প্রচন্ড আঘাতে
ভেঙ্গে চুরমার করে দিল,
চূর্ণবিচূর্ণ করে দিল,
ভেঙ্গে করে দিল খান খান।

শিমি
ঝনঝন করে ভাঙ্গলো আমার হৃদয় আয়না।
এই সেই আয়না
যে আয়নায় দেখতাম আমি আমার মুখ।
দেখতাম জগত দেখতাম জীবন,
দেখতাম অতীত দেখতাম ভবিষ্যৎ।
জীবনের প্রাত্যহিক ছায়াছবি,
স্টেডিয়ামের ফুটবল ম্যাচ।
রাজনীতির মিটিং মিছিল,
নাটকের রঙ্গমঞ্চ।

শিমি
কতকিছু ছিল আমার আজ আর নেই,
আমি সর্বশ্রান্ত।
 সব হারিয়ে আছি শুধু আমি।
আমার প্রাণপাখিটা কেবল আহত কণ্ঠে
"আমি আমি"
বলে অস্তিত্ব করছে প্রমাণ।
আমার সকল অঙ্গ সকল মাংস
সকল চেতনা সকল বাসনা।
শিমি 
তোমার সত্ত্বায়
ডুবে গেছে মিশে গেছে
একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে।
আমি আজ
তোমার স্বচ্ছ জলে চিনির অবিমিশ্র দ্রবন।
তুমি ছাড়া আমি আজ নিঃস্ব
আমার আর কিছুই নেই।
 এখন আছে শুধু 
জীবনের সুদীর্ঘ্য নিঃশ্বাস।
 অবিরাম অন্তহীন কালোরাত।
আমি আজ সংসারের উদাসীন উদ্ভাস্তু।

রচনাকাল ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন