অমাবশ্যার অদৃশ্য চাঁদ আমি
আমার দৃষ্টিসীমার সর্বশেষ প্রান্ত জুড়ে,
যত দূর দৃষ্টি যায় ততো দূর জুড়ে
শিমির আলোকচ্ছটা ...  ... ...।
অন্ধকার রজনীর ভ্রাম্যমান জোনাকীর মত
নয়ন প্রান্তরে জ্বলানেভা করছে বার বার।
এর কোন শেষ নেই
নেই কোন ইতি তার।
কখন যে আফিমের নেশা কেটে যাবে
আলো বিন্দু ফুটিবে আবার।
কখন যে দেখতে পাবো
 এই রূপ-রস-গন্ধে ভরা পৃথিবী আবার।
নিখিলের এত হাসি, এত কান্না গান
বাতাসের ঢেউ খেলা, পাতার নাচন।
নদীর কল্ কল্ ধ্বনী বিহঙ্গের গীত,
শ্যামল সবুজে ঘেরা টিলা সারি সারি,
পৃথিবীর মানুষের সুখ সুখ অভিনয় খেলা।
ভোরহীন অনন্ত রাত যেন গিলেছে আমায়,
সতের বছরের শুভ্র আঁখি আজ
আলোহীন কালো ফুল,
যেন অমাবশ্যার অদৃশ্য চাঁদ।
যে চাঁদ রয়েছে আকাশেই অথচ অন্ধকার আকাশ।
আমি আজ পথের পাশের এক অন্ধ ভিক্ষুক
দৃষ্টিশক্তি হারিয়ে গেছে মোর,
নিভে গেছে আজ পৃথিবীর সব রূপ-রস-রঙ্গ।
অমাবশ্যার অদৃশ্য চাঁদ সমাজের বক্ষে আজ আমি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন