শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

মানবের হিসাব খাতায়


মানবের হিসাব খাতায়
অসংখ্য নামহীন দিন, নামহীন রাত,
হাজার হাজার বিস্মৃত মুহূর্ত,
  শেষ হলো এ জীবনে,
তোমার ভাবনায়, তোমারই স্মরণে,
তোমাকে বরনের কাল্পনিক উৎসবে,
শিমি, তোমার প্রতীক্ষায়।
অজস্র অজস্র বিমূর্ত দিনরাত
কত আমি রাখবো হিসাব।
কোন ইতিহাসও রাখবেনা খবর তার,
কারণ ...  ...  ...
আমিতো আর সম্রাট আকবর নই
লিঙ্কন নই, চার্চিল নই,
হিটলার নই, লেলিন নই,
ইসা, মুসা, কার্লমার্কস, হোমার,
আলেকজান্ডার দি গ্রেট,
কিছুই নই আমি।
নই কোন এলিট,
ইতিহাস এলিট খোঁজে,
সাধারণকে খুঁজে না কখনো।
আমি অতি নগন্য তুচ্ছ একজন,
 কোটি কোটি অকর্মন্য ধূলিকনার এক কণা।
 বনবৃক্ষের কোন এক মূল্যহীন পত্র,
পাখির ডানা হতে খসে পড়া এক ঝরাপালক। 
মানব ইতিহাসে এক তুচ্ছ শিশিরকনা মাত্র। 

কেউ জানেনা,
সবার অগোচরে আমি যে এক,
 বিস্ফোরন উম্মুখ অতিসূক্ষ্ম পরমাণু।
আমার মাঝে লুকিয়ে আছে, 
  প্রচন্ড পারমাণবিক শক্তি,
যে শক্তির বিস্ফোরণ হবে একদিন,
আমার মনের রঙ্গীন কালিতে
মানবের হিসাব খাতায়।

ইতিহাসে হয়ত সেইদিন লিখা হবে,
শত অবহেলার এই অভাগার নাম।
পৃথিবী সসম্মানে বুকে টেনে নেবে,
সভ্যতা দিবে তারে যথাযত দাম।

শিমি তুমি সেইদিন, ইতিহাস পড়ে,
হয়ত  নতুন করে, চিনবে আমারে।

রচনাকালঃ 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন
১৯৮৭-৯০ খৃস্টাব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন