আকাশ বাতাস ঘাস বৃক্ষের মতন
হলুদ পাখিটি আমার
অতি আদরের চপলা কিশোরী তুমি
উর্বশীর মত হয়ে ছুটে গেলে
কেমেস্ট্রি ভবনের পাশ দিয়ে
যৌবনের এক ঝাঁক মিছিলের মতন।
তোমার রমনীয় শরীরের ভাঁজে ভাঁজে
বসন্তের সোনালী রোদ লুকোচুরী খেলছিল
নীলাকাশ মেলে দিয়েছিল তার চোখ।
বাতাস দুলছিলো তোমার পরশে
ঘাসধাম গিয়েছিল মুষড়ে।
শতবর্ণ পুস্পের স্থূপ সুসজ্জিত ছিল
তোমাকে দেখতে প্রিয় বসন্ত বেলায়।
আমার স্বভাব সুলভ লাজলজ্জা তুমি
সহসা নিয়েছিলে কেড়ে।
তাই আমি
লজ্জাহীন চেয়ে রইলাম তোমার পানে
আজন্ম লাজুক আমি।
চেয়ে রইলাম আকাশ বাতাস ঘাস বৃক্ষের মতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন