১
একটি ছড়া বারটা মাস, বহে আমার পাশে,
চা-বাগানের মিষ্টিজল সদাই নিয়ে আসে।
আমরা সবাই ডাকি তারে, সাগরদিঘীর ছড়া,
গ্রীষ্ম-শরত সচল থাকে, শীত-বসন্তে খরা।
২
সুরমা পানে যাত্রা তার, যুগে যুগান্তরে,
বেতার, ব্লুবার্ড, সিওমেক, বুকে জড়িয়ে ধরে।
আমরা সবাই ডাকি তারে, সাগরদিঘীর ছড়া,
গ্রীষ্ম-শরত সচল থাকে, শীত-বসন্তে খরা।
২
সুরমা পানে যাত্রা তার, যুগে যুগান্তরে,
বেতার, ব্লুবার্ড, সিওমেক, বুকে জড়িয়ে ধরে।
ঝর্ণা কন্যা শহর এলে, মিশে কালো জল,
তলদেশে বালিখনি, জলখনি, রয়েছে সচল।
৩
বর্ষাকালে থাকে ছড়ায়, ছলাত ছলাত জল,
ভারী বৃষ্টি হলে তখন, ছড়ায় নামে ঢল।
ভারী বৃষ্টি হলে তখন, ছড়ায় নামে ঢল।
পাগল হয়ে পাড়া ডুবায়, নৃত্য চপল গায়।
খানিকক্ষনে পাগলামি তার, বন্ধ হয়ে যায়।
৪
সবুজঘেরা এই ছড়ারে লাগে আমার ভাল,
হউক না সে যতই পচা, যতই কাজল কালো।
টিকাঃ
ছড়া- টিলা হতে আসা ঝর্না (সিলেটী শব্দ)
রচনাকালঃ ২০১০ সাল
৪
সবুজঘেরা এই ছড়ারে লাগে আমার ভাল,
হউক না সে যতই পচা, যতই কাজল কালো।
টিকাঃ
ছড়া- টিলা হতে আসা ঝর্না (সিলেটী শব্দ)
রচনাকালঃ ২০১০ সাল


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন