সারা
গ্রামখানি জলে ভাসমান
ঘন বরষা আজিকে
সহসা ভাসিয়ে দিয়েছে দেশ,
এদিক ওদিক জলে
থৈ থৈ রূপালি মধুর বেশ।
মেঠোপথ বেয়ে এসে গেছে জল, লুঙ্গি উঠায়ে হেঁটে,
কাঁদা-জল মেড়ে, বেরুয় মানুষ, মসজিদ বাজার-হাটে।
কেথায়ও স্রোতের
প্রবল তোড়, বয়ে যায় নালাপথে,
পুটি-ট্যাংরা
হাজার মাছেরা, লাফিয়ে বেড়ায় তাতে।
কাদামাখা পথে
বৃষ্টির পানি, ঢালু বেয়ে যায় মাঠে,
উঠোনের পানি সেও
চঞ্চল, ছুটে চলে নদী ঘাটে।
বৃষ্টির ধারা
মহাচঞ্চল, মাঠে মাঠে সদা ঝরে,
কখনো নীরবে, কখনো আবার, ঝর-ঝর-ঝর স্বরে।
জল-জল-জল,
জলের
রাজত্ব, সাারাদেশে তার জয়,
কাব্যঃ ঋতুচক্রে ইসফাক
রচনাকালঃ ১৯৯০-৯৫


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন