গ্রীষ্ম-আট : মধুভরা তার বুক
কোন ঋতু করছে
এত ফলের আয়োজন?
কোন ঋতু নানান ফলের হাজার বিবরণ?
কোন ঋতুতে আম-কাটালে মিষ্টি করে মুখ?
কোন ঋতুতে
তরমুজের লাল টুকটুক বুক?
কোন ঋতুতে আনারস ঢালে মধুরস?
কোন ঋতুর খরতাপে মধুর পরশ?
কোন ঋতুর খরতাপে মধুর পরশ?
সে যে আমার
গ্রীষ্মকাল রুক্ষ যার চোখ,
অথচ সে রসের
মেলা, মধুভরা তার বুক।
রচনাকাল ঃ ১৯৯১ সাল
রচনাকাল ঃ ১৯৯১ সাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন