১
ভ্যাপসা গরমে
গ্রীষ্মের রাতভর ঝরে কালোজাম,
বাতাসে কাঁঠালের ঘ্রান আসে, ডালে পাকে আম।
মিষ্টি সরস ফল
উপচে পড়ে দেশে,
থোকা থোকা লালচে লিচু, ঝুলে গাছে গাছে।
২
রাত্রে বাঁদুর
পড়ে লিচু আম গাছে,
খুবভোরে ছেলের
দল ঘুরে বৃক্ষপাশে।
বাঁদুর-তাড়ুয়া ঝুলে, আম-লিচু গাছে,
কৃষক ঘণ্টা বাজায় রাত জেগে পাশে।
কৃষক ঘণ্টা বাজায় রাত জেগে পাশে।
৩
কুচিকুচি আনারস খাবার টেবিলে রাখা,
কুচিকুচি আনারস খাবার টেবিলে রাখা,
লবণ ছিটায়ে এক শরগোসে ঢাকা।
তরমুজের রক্তিম বুক, শরবতের ডালা,
লালরসে প্রান-ঠান্ডা, শেষ তৃষনা-জ্বালা।
৪
গ্রীষ্মের দিন যায়
আইসক্রীম চুষে চুষে,
ফ্রিজের
শীতল জল, শরবত, কিংবা অরেঞ্জ জুসে।
গ্রীষ্ম মধুময় করে মুখ, ক্লান্ত জনতার,
ভুলে যায়,
বঙ্গবাসী, গ্রীষ্মের সব অত্যাচার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন