রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-ছয় : আম কুড়াতে যাব আমি

গ্রীষ্ম-ছয় : আম কুড়াতে যাব আমি
কিশোর তোমার সারাঅঙ্গে ঝরছে কেন ঘাম?
উদম গায়ে তুমি কেন আজ এতই পেরেশান?
কিশোর তোমার অঙ্গ চুষে পড়ছে কেন ঘাম?
বোঝেছি তুমি ডালে ঝুলে কুড়াচ্ছিলে আম।
আম্র-বৃক্ষে রসাল ঝুলে, জিহবায় আসে জল,
ঢিল ছুড়িছে রসের লোভী দুষ্টু ছেলের দল।
দমকা বাতাস আম্র ঝরায়, শব্দ হয় ধব,
কুড়াতে তখন দৌড়ে ছুটে সোনামণীরা সব।
আম্র ডালের পাকা আমে বিশ্ববাসীর চোখ,
রসাল ফলের মধুর রসে ভরে সবার মুখ।
ঝড়-তুফানে, ঝঞ্চা হাওয়ায়, আমকুড়ানী খেলা,
সেই খেলাতে কেটে যেত আমার কিশোরবেলা।

মেঘে ভিজে আমকুড়ানোর স্মৃতি ছন্দময়,
 আমবাগানের কাদায় হুচট দারুন মধুময়
মা-বাবা-সবার সাথে আমপাড়ার মজা,
এতবছর পেরিয়ে আজও হৃদয়ে তরতাজা।
বড় হলাম, বুড়ো হলাম, এখনও স্বাধ জাগে,
মাকে নিয়ে আম কুড়াবো কেউ না জাগার আগে।
রচনাকাল ঃ ১৯৯০ সাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন