১
হে গ্রীষ্ম,
হে
প্রদীপ্ত অগ্নি,
তুমি আমাদের ঘুম ভেঙ্গে দাও।
আমাদের নির্জীব
আত্মভোলা প্রাণে,
চৈতন্যের
লেলিহান আগুন জ্বালাও।
২
পৃথিবীতে আজ
শুনি প্রলয়ের গান,
মানবতা আজ
হারিয়েছে প্রাণ,
ন্যায়হীন আজ
মানব সভ্যতা,
নদী আজ হারিয়েছে
নাব্যতা।
৩
হে প্রদীপ্ত গ্রীষ্ম,
৩
হে প্রদীপ্ত গ্রীষ্ম,
তুমি
আজ আলোর প্রদীপ জ্বালো,
সুতীব্র উত্তাপে
খানখান করে দাও জড়তার কালো।
৪
হে গ্রীষ্ম,
হে
আমার যৌবনের প্রদীপ্ত উত্তাপ।
তুমি গেয়ে যাও,
সুরে
সুরে, বিজয়ের সংলাপ।
রচনাকাল ঃ ১৯৮৯ সাল
রচনাকাল ঃ ১৯৮৯ সাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন