রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-চার : সাহসী সৈনিক


গ্রীষ্ম-চার : সাহসী সৈনিক
বেলা যত বাড়ে তত, সূর্য ক্ষেপে যায়,
উচকো-কুচকো, হিংস্র এক পাগলের মতন।
 আজ্রাইলের লালচোখ মেলে যেন গগনের গায়,
পৃথিবীর প্রানবধ করে নেবে সে যেন এখন।
আগুনের উত্তপ্ত লাল-মুখ দেখে, কাঁপে সব প্রাণ,
মৃত্যুর আজাব নামে, চুপে চুপে সারাটা ধরায়।
ভয়ে ভয়ে কেঁপে উঠে প্রকৃতির সুর-হাসি-গান,
মনমরা হয়ে পড়ে সবকিছু দহন জ্বালায়
মুসড়ে পড়ে ঘাস, গাছ, বুনোপাখি, অরণ্যের ফুল,
দু’একটা চীল গায়; কা-কা ডাকে, কর্কশ কাক।
প্রকৃতির অঙ্গ জুড়ে গেঁথে দেয় ভীমরূলের হুল,
মনে হয় চারপাশে বইতেছে  প্রলয়ের ডাক।
গ্রীষ্ম আসলে এক কাঠিন্যের ভয়াল প্রতীক,
মানুষকে সাহায্য করে, হতে এক সাহসী সৈনিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন