রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-তিন : সূর্য এখন দারুণ গরম

গ্রীষ্ম-তিন : সূর্য এখন দারুণ গরম
সূর্য এখন দারুণ গরম,
করে কেবল অগ্নি বর্ষণ,
দৈত্য সেজে গিলতে চায়, পৃথিবী নামক গ্রহ।
রৌদ্রে তার অগ্নিজ্বলে,
রাক্ষুসীর জিহবা মেলে,
এখন সে ভুলিয়া গেছে মানবীয় সব স্নেহ।
সব জল চেটে খাচ্ছে,
খাল বিলেতে যত পাচ্ছে,
আরও সে যে পাওয়ার নেশায় করছে জলদাবী।
মেহদি বিল সব দিয়েছে,
দিয়ে দিয়ে সে শুকিয়ে গেছে,
বুক ফাটায়ে এখন তার কেড়ে নিবে সবি।
ধারাল ছুরির ফলার মতো,
অগ্নিশীষের তেজের মতো,
গরম হাওয়ার তীক্ষ্ম থাবা লাগে চোখে মুখে।
নীল আকাশে নীলও জ্বলে,
সবুজ পাতা, সেও জ্বলে,
সূর্যটা আজ জ্বালায় ধরা, মনের সুখে সুখে।
রচনাকাল ঃ ১০৮৯সাল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন