রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-দুই : হৃদয় মন করিয়া ফেলে কালো

গ্রীষ্ম-দুই: হৃদয়-মন করে ফেলে কালো
একোন্ আগুন বৈশাখ মাসে,
বাংলাদেশে জুড়িয়ে দিলো খেলা।
কাটতে চায়না বেলা।
পোষাক-আশাক, যায়না, অঙ্গে রাখা,
ভিজে ভিজে চুপসে হয়ে যায়।
শান্তশীতল বায়ুর খোঁজে,
বিশ্ববাসীর কাঁদে হৃদয়টায়।
বাঁশের পাখার নেই অবকাশ,
বাতাস দানে ব্যস্ত অবিরাম।
মানব দেহ তবুও কাতর,
ঝরতে থাকে বিন্দু বিন্দু ঘাম।
এমন দিনে মানুষ কেন পক্ষিরাও
চুপটি করে থাকে।
ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকা, বলদটাও,
হাম্বা হাম্বা ডাকে।
বৃক্ষপাতা আগুন রোদে দগ্ধ হয়ে,
মুষড়ে নূয়ে যায়।
অমলিন সব ফুলের দল,
মলিন হয়ে যায়।
সুন্দরের ঠাঁই নেই, স্থান নেই,
রসও তার লাগেনা চোখে ভাল।
বড়ই নিরস, বড়ই কঠিন,
হৃদয় মন করিয়া ফেলে কালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন