রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-এক : দাবদাহ

গ্রীষ্মকাল
গ্রীষ্ম-এক : দাবদাহ
ফেটে গেছে সবজমি টুকরো টুকরো পৃথিবীর বুক,
পানি পানি হাহাকারে, মৃতপ্রাণ, সবাই উম্মুখ।

মাঠের ফাটার কোণে, মাথা তুলে কচি এক ঘাস,
একাকি চাহিয়া দেখে পাষাণ আকাশ।
তৃষ্ণায় মরে গেছে তার, সাথি-বন্ধু সব,
আমাকে বাঁচাও’ কণ্ঠে তার ভীতি কলরব।

দয়াহীন মায়াহীন প্রকৃতি আজ পাষাণ হিটলার,
শ্যামল ধরার বুকে হালাকুর লাল অত্যাচার।

 মেঘ নেইছায়া নেই, প্রচন্ড রোদ্রের খেলা,
বাতাসেও আগুন বহে, নরকের জ্বালা
এ কোন মৃত্যুখেলা, উত্তপ্ত দাবদাহ।
ওষ্ঠাগত সকলের প্রাণ জ্বলিতেছে অহরহ।

জ্বলিতেছে গাছ, জ্বলিতেছে পাখি, জ্বলিতেছে নদনদী,
জ্বলিতেছে ফুল, জ্বলিতেছে পাতা, জ্বলিতেছে সবই নিরবধি।

দাবদাহে অঙ্গার সব সারাদিন বৃষ্টির অন্নেশ্বায়,
একদিন, দুইদিন, তিনদিন প্রতীক্ষার প্রহর কাটায়।
দহনের আড়ালে লুকিয়ে রয়েছে আশার বর্ষাকাশ,
সহসা বৃষ্টির জলে করিবে স্নান, পৃথিবীর বসবাস।

রচনাকাল ঃ ১৯৯২ সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন