জীবন,
সুখ
দুঃখের পালাবদল
জীবনের পথে পথে মানুষের সুখের বাসনা,
অলক্ষ্যে হাসে সদা নিরাশার অসহ্য
যন্ত্রণা।
জীবনের পথে পথে কখন কি যে হয়,
দুঃখ আসে আড়াল হতে শক্ত হয়ে রয়।
রূপকথার স্বপ্নরাজ্যে হাঁটের মানুষ,
কল্পনার অলীক হৃদে হারিয়ে ফেলে হুশ।
সুখের পথের যাত্রি মানুষ দুঃখে করে
তাড়া,
সুখ দুঃখ দুই খুঁটিতে,
জীবন
থাকে খাড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন