শিশির ঝরে,
শিশির
ঝরে,
ধূয়া রাঙ্গা
পেখম মেলে।
খুব সকালে শিশির
ঝরে,
নরম রোদে মুখটি
তুলে।
আকাশ গাঢ় নীল
হয়ে যায়,
বাতাস ভীষণ
হালকা।
ভাসে সেথায়
শিশির কণা,
শীতের লাগে ধাক্কা।
চপল মেয়ের মতন
নেচে,
হঠাৎ আসে হেমন্ত।
ভরে বাড়া ধানে
ধানে,
আনন্দের নেই দিগন্ত।
বাড়ি বাড়ি রোজ
রজনী,
নূতন চালের
নবান্ন।
ঘরে ঘরে খুশীর
মেলা,
জীবন সুখের
অরণ্য।
গাঁয়ের কুড়ে ঘরে ঘরে
পিঠা পুলীর আমন্ত্রণ।
রোজ রোজ নবান্নের,
আসে হাজার
নিমন্ত্রণ।
রচনাকালঃ কবির হাইস্কুল জীবন (১৯৭৬-৮০সাল)
রচনাস্থলঃ রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন