বুধবার, ১৬ মার্চ, ২০১৬

হেমন্ত-তিন : ঋণহীন শান্তির উদার প্রভাত


কবি, লেখক, ব্লগার ও ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী


হেমন্ত-তিন : ঋণহীন শান্তির উদার প্রভাত

পূবালি হিমেল হাওয়া মিঠে মিঠে রোদ,
ধানক্ষেতে থোকা থোকা ছড়ায় হলুদ।
হালকা বাতাসে উড়ে, শত শত ঘুড়ি,
 অতিথি পাখির ঝাঁক, আসমান জুড়ি।

হৃদয় প্রসন্ন আজ, হেমন্ত দুপুরে,
তনুমন জেগে উঠে, রোদে পুড়ে পুড়ে।
চুপে চুপে মহামঙ্গা, হয়ে গেছে শেষ,
আনন্দে আনন্দে হাসে, সারা বাংলাদেশ।

অঘ্রাণে দু’বেলা মেলে, পেটভরা ভাত,
ঋণহীন সুখে লোক, ভাসে দিনরাত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন