বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

হযরত বায়েজীদ (রঃ)

হযরত বায়েজীদ (রঃ)

একদা বায়েজিদ হাঁটিতে ছিলেন গাঁয়ের রাস্তা ধরে,
পথপাশে কূল পেঁকে সারাগাছ গিয়াছিল ভরে।
দুষ্ট ছেলের দল বারবার কূল গাছপরে,
ছুড়ছিল অজস্র ডিল হাসি টাট্টা করে।

দুরন্ত ছেলের দল,
কোন দিকে নেই কোন খেয়াল তাদের।
হঠাৎ একটি ডিল,
মাথায় পড়িল এসে ওলী বায়েজীদের।

রক্ত পড়ে ঝরে ঝরে,
সারাটা পবিত্র অঙ্গ দিল সিক্ত করে।
দেখে এক ভদ্রলোক,
অপরাধী ছেলেটাকে আনিলেন ধরে।

বলিলেন বায়জীদ “প্রাণভরে শুন হে সুজন”
কূলগাছটি কত ডিল করিতেছে সতত হজম।
নির্বাক দাঁড়ায়ে বৃক্ষ ‘আহ্’ নাহি করে,
অজস্র পাকাকূল তবু তার ঝরে।

আমি তো সৃষ্টির সেরা আদম সন্তান,
মাত্র একটি ঢিলে কেন মোর হবে অভিমান।
আমিও সহিলাম ঢিল বৃক্ষটির মত,
ধর্য্যরে কাছে আমি হতে নাহি চাই পরাজিত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন