বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

স্মৃতি

স্মৃতি

যে যাবার যায় চলে আসেনা ফিরিয়া,
স্মৃতি তার দেয় ব্যথা রহিয়া রহিয়া।
নশ্বর জীবনে মায়ার বাঁধনে মানুষ বাঁধে বন্ধন,
মানব সংসার ছায়াঘন সন্ধ্যার ধূসর কানন।

খঞ্জনার তালে তালে নৃত্য করে হায়রে মানুষ,
ভালোমন্দ কিছুতেই নেই তার হুশ।
পৃথিবীটা বিরাট এক অবারিত মাঠ,
সুন্দরের ক্রীড়াভূমি আনন্দের হাট।

প্রতিদিন আসিতেছে এইখানে মানুষের পাল,
বাঁধিতেছে শক্ত করে সংসারের মাকড়সা জাল।
এই জাল ছিন্ন করে সব কটি লোক,
মৃত্যুর ভয়ার্ত ডাকে ভয়ে উম্মুখ।

কখন যে আসিবে ডাক যাইবে ফিরিয়া,

স্মৃতি তার পৃথিবীতে রহিবে পড়িয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন