বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

জীবন নদী

জীবন নদী

শোন হে জীবন তুমি, আর কত কাল যাবে সম্মুখের পানে,
বেকারত্ব বক্ষে নিয়ে শশব্যস্ত ছুটিতেছ কোন আশাগানে।
সম্মুখে কিবা কাজ, সম্মুখে কি বা লাভ, এত চঞ্চলতা কেন, বলো?
মনো দেশে কেন ঝড়? কেন আজ নীলস্বপ্ন? কেন এত হিস্টরিয়া হলো।

কাজ নেই তবু ক্লান্তি, তবু মন খুঁজে অবকাশ,
আসলেই হয়ে গেছ তুমি শালা, হতাশার লাশ।
থামিও না, থামিও না, ভাবিও না, ভাবিও না, শক্ত কর মন,
মানুষকে ভালবেসে, শেষ হও, তুমি হে জীবন।

সর্বহারা জানি তুমি তবু হও, চলার সংগীত,

গতির শক্ত বুকে পড়ে তুল সভ্যতার ভীত  ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন