বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

তারিকের অভিযান

তারিকের অভিযান

সপ্ত হাজার যোদ্ধা নিয়ে বীর তারিক গেলেন অভিযানে,
নীলসাগর পারি দিয়ে অত্যাচারী ফেডারিকের পানে।
নামলেন এক পাহাড় পাদদেশে,
বীর সেনাদল তৈরী হলো জঙ্গীমূর্তি বেশে।

খবর এলো আসছে রাজা সঙ্গে লক্ষ সেনা,
অশ্বারোহী হস্তিরোহী ভীষণ তেজীমনা।
গুজব এল একটু পরে নিঠুর রাজার পদতলে,
পালিয়ে যেতে পারিবেনা কেউ মরতে হবে স্বদলবলে।

অগণিত শত্র“ দেখে হাফিয়ে উঠে সৈন্যগণ,
তৈরী করে জাহাজ গুলো পালিয়ে যেতে বিপদ ক্ষণ।
সেনাপতি ছিলেন তাদের মহামতি বীর তারিক,
নির্দেশিলেন, পুড়িয়ে দাও সবতরণী, বাধা যেসব সাগরতীর।

হক লড়াইয়ে মুসলমানে করে না কবু মৃত্যু ভয়,
সংখ্যা নয়, ঈমানই কেবল আনতে পারে আসল জয়।
এমন সময় গুন গুনিয়ে বীর তারিকের পাশে,
বলে দু’জন ভীত সেনা, আর কোনো দিন যাইবো নাকি দেশে।


তুর্যে উঠে গর্জে বীর, আমরা সবাই খোদার তরবার,
দুশমনে রব, খতম করতে এসেছি এই পার।
মহাপ্রভূর যোদ্ধা মোরা, প্রভু সাথি, প্রভু সহচর,
খোদার গড়া যেথা যাবো সেথাই মোদের ঘর।

নিজহাতে অগ্নি দিলো সিংহশাবক, সব তরণীর গায়,
পালিয়ে যেতে পারবে না আর কেউ যে আফ্রিকায়।
অশ্বারোহী সিংহসেনা পিছন ফিরে তরবারীটা ধরে,
বজ্রকণ্ঠে বাণী শোনান আপন সেনাদেরে।

“সামনে গেলে মরবে সবাই বীর পুরুষের বেশে,
পিছন গেলে কাপুরুষ, মরবে জলে ভেসে।
বাঁচলে গাজী, মরলে শহীদ হবে,
খোদার খাতায় তোদের নাম অমর হয়ে রবে।”

একদিন সত্যমিথ্যা পরস্পর হইলো মুখামুখী,
ঈমানই দাঁড়াইল এসে স্বগৌরবে মিথ্যা রুখী।
চুপেচুপে মিথ্যার হইলো পরাজয়,
আলোর লাল সূর্য স্পেনাকাশে হইল উদয়।

এই স্পেন ইউরোপে সভ্যতার খুলে দিল দ্বার,
আজিকের ইউরোপ তারই উপহার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন