বিহঙ্গের গান
উড়ে আমি, ঘুরে বেড়াই সারা গগন জুড়ে,
এই ধরনীর রূপ দেখিয়া নয়ন আমার ভরে।
বিশ্বজুড়ে উড়ে উড়ে কাটাই আমার বেলা,
রূপে গানে মত্ত থাকা এইতো আমার খেলা।
ঐ যে দূরে মাঠে মাঠে ধানের পরে ধান,
হেমন্তের বাতাস যেন পাগল পেরেশান।
সাদাকালো মেঘের মেলা সারা আকাশময়,
তারি অঙ্গে সূর্য যেন আঁচল পেতে রয়।
মেঘের কনায় ভিজিয়ে ডানা,
রোদে
মেলাই ধরি,
নীল গগনে সোনার রোদে সারা হৃদয় ভরি।
বসন্তটা প্রেমের ঋতু বাঁধি তখন জোড়,
প্রেমের খেলায় কামের নেশায় কাটাই
দিনদুপুর।
অচীন বনের বৃক্ষশাখে বাঁধি তখন বাসা,
লাইলী মজনু দু’জন মিলে কত যে ভালবাসা।
ডিম ফুটিয়ে বাচ্চা এলে হায়রে কত সুখ,
আদর করে খাদ্য দেই ভরিয়ে ওদের মুখ।
যতন করে উড়াল শিখাই গাছের ডালে ডালে,
শিখলে উড়াল পালিয়ে যায়,
কাঁদি
অন্তরালে।
দুঃখের মাঝে আরো দুঃখ,
প্রেমিক
চলে যায়,
সব হারিয়ে নিঃস্ব আমি,
কাঁদি
অসহায়।
একা একা ভালো লাগে না,
দিবানিশী
উদাসী গান গাই,
বাঁচতে হলে খাইতে হবে,
খাদ্য
কণা, খুঁজে
বেড়াই তাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন