বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

জীবন স্বপ্ন

জীবন স্বপ্ন

আজিকে আমি দাঁড়িয়ে আছি জীবন প্রারম্ভে,
জীবনে আজ দাঁড়িয়ে আছি প্রভাত আরম্ভে।
জীবনের এক বিশাল পরিধি,
অঙ্গে যে তার সিন্ধু জলধি।

কলি আমি, নাফোটা অবধি
আমি হতাশ নিরবধি।
করুণ চোখে তাকিয়ে আছি আমি
তাইতো জীবন পানে।

অনাগত দিনগুলো কি, মোর এই জীবনে,
আনবে হাসীর গান,
আনবে খুশীর বান,
ফুলের সুবাস ঘ্রাণ।

সুন্দরের ঢেউ কি আমার বইবে জীবন পথে।
জ্ঞান গরিমা দিবে কি আলো আমার জীবন রথে,
মান সম্মান, ধনেজনে জয়ের মালা গাথে,
সব সাধনা ফসল হয়ে আসবে কি মোর হাতে।


পোড়া কপাল কোন দিন আর লাগবে কি মোর জোড়া,
ভাগ্য কি মোর হবে সহায়, আমি যে কপাল পোড়া।
মহাআশা বক্ষে নিয়ে, হাত আমি রেখেছি যেথায়,
নিহত হয়েছি সেথা, ব্যর্থতার দুর্নিবার ঘায়।

এত দিনে জ্বলে গেছি, এত দিনে পুড়ে গেছি,
আজনম তবু মহাশায়।
বেঁচে আছি, জয়ী হবো এই কল্পনায়,
খোদা তুমি যদি থাকো, না তুমি আছ সুনিশ্চয়,
জীবনরে একদিনও দয়াময়, দিও তুমি জয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন