হাইস্কুলে যাই
কোথায় তোরা হারিয়ে গেছ সহপাঠি সব ভাই,
এসো একবার সবাই মিলে হাই স্কুলে যাই।
জীবনের প্রথম বেলায় পথে পথে হাসিটাট্টা
করে,
যাইতাম চলে হাইস্কুলে সদলবলে মেঠো
রাস্তা ধরে।
বাস সড়কের দুইটি দিকে পাথর ছিল কত।
গাড়ী মোদের না আনিলে ছড়িয়ে পাতর দিতাম
শতশত,
সময় বহে স্রোতের মতো,
দ্রুত
ছুটে যায়,
বিশ্ববাসী কেহ তাহার স্পর্শ নাহি পায়।
একটু থামো,
একটু
থামো, জবাব
নাই তার,
সময় গেলে সেই সময়,
ফিরে
না আবার।
জীবন নদীর সেই সে বেলা হারিয়ে গেছে আজ,
গরম গরম লাগছে প্রাণে যৌবনেরই সাজ।
এসো সবাই আবার মোরা প্রভাতি গান গাই,
চপলতা একটু করি সবাই এসো ভাই।
সবাই মিলে এক দিন আবার যাবো স্কুলঘর,
সারিবেঁধে বসে যাবো বেঞ্চের উপর।
খানিকপরে স্যার যদি বা আসে,
‘সালাম’ দিয়ে দাঁড়িয়ে যাবো পুরানো
অভ্যাসে।
স্যাররা মোদের বসুন চেয়ারেতে,
বসবো মোরা ছোট্টকলের ভাঙ্গা বেঞ্চেতে।
সকল পড়া পড়বো মোরা আবার নূতন করে?
কবিতা, ছড়া পড়বো আবার কণ্ঠ ভরে ভরে।
বহুদিন পর অতীত স্মৃতির হবে রোমন্থন,
সারা প্রাণে অপূর্ব এক লাগবে শিহরণ।
হাসুক সবাই,
আমরা
আবার হইব বালকদল,
হৈ হল্লার মোগলা বাজার,
কবির
চঞ্চল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন