বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

একের আগে

একের আগে

সোনাঝরা ইসলামের কোন একদিন,
ঈমাম হানিফা হাঁটতেছিলের বাগদাদের পথে।
স্বশঙ্কিত নাস্তিক এক দাঁড়াইলো এসে,
কোন এক অজানা বসত হতে।

জিজ্ঞাসিলো, হে ঈমাম, এক স্রষ্টাইকি বিশ্বে সকল।
‘এক’ ছাড়া অন্য কি সব মিথ্যা পোড়া ছল।
এক ছাড়া সকলই কি ভুল?
একই কি এই বিশ্বের একমাত্র মূল।

ইতিহাসের শ্রেষ্ঠ ঈমাম হানিফা পুণ্যবান,
খানিক চিন্তার পর করিলেন উত্তর দান।
গুনে যাও, নয় হতে একে একে উল্টো দিকে ভাই,
আট, সাত গুনে গুনে একে এসে বলে আর, নাই।

ঈমাম তাগিদ দেন গুনেগুনে যাও আরো দূর,
সন্ধানো, গুনে দেখ, আর কিছু, আসেকি মগজপুর।
উত্তরিলো নাস্তিক আপনার মাথা নত করে,
অশ্বডিম্ব ‘শূন্য’ ছাড়া আর নেই গণিতের ঘরে।

বলিলেন ইমাম তখন একটুখানি চিন্তা কর ভাই,
একের উপরে গেলে অন্ধকার, কিছু আর নাই।
একের উর্ধ্বে গেলে লাখ লাখ, কোটি কোটি, সীমানাহি পাবে,
ইতিহীন কারাগারে আজীবন হাবুডুবু খাবে।
একেতে বিশ্বের সব সমাধান লিখা,
‘এক’ই জানিও তুমি সত্যের মূল সীমারেখা।

এক সৃষ্টি, এক স্রষ্টা, নাড়া দিলো, নাস্তিকের প্রাণ চেতনায়,
এক আল্লার শেষ বানী প্রবেশিল নাস্তিকের বিকৃত মাথায়।
আচমকা খুলে গেল অবিশ্বাসীর অন্ধকার মন,
প্রচন্ড বিপ্লবে, হলো তাতে সত্যের সূর্য উদয়ন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন