খসরূ পারভেজ
ইসলামের বিজয় ঢেউ বয়ে গেল,
ক্রমান্বয়ে সারা আরব জুড়ে।
পাঠালেন খোদার বাণী মহানবী,
পৃথিবীর দূর দূরান্তরে।
দলে দলে অজস্র দূত ছুটিলেন,
রসূলের পত্র বয়ে বয়ে।
অগণিত দেশে দেশে,
রাজ
সভায়,
সত্যের লালঝান্ডা নিয়ে।
সব রাজা দূতদেরে কমবেশি দিলেন সম্মান,
পারস্য রাজ পারভেজ,
দম্ভে
পেরেসান।
নিজ নাম লিখে নবী জানালেন,
বাদশা
নামদার,
সত্যধর্ম প্রচারিতে এসেছি আমি রাসুল
আল্লার।
খোদার আইন কায়েম করা আদেশ খোদার,
ইসলাম কবুল করো নির্দেশ তাঁর।
করি আমি অনুরোধ বাদশা নামদার,
ইসলামে কায়েম হলে পাবে রাজ্যভার।
ইসলাম শান্তির ঘাটি,
দ্বার
খোলা তার,
অন্যথায় জেনে রাখো রক্ষা নাই আর।
মিথ্যা দম্ভে খসরু ছিড়ে দিলো রসুলের
চিঠি,
নিজ পায়ে মারিল কূপ রাজ্য হলো মাটি।
সত্যের অপমানে ক্ষুব্ধ নবী বলিলেন শেষে,
“আমার পত্রের মতো টুকরো হোক রাজা
অবশেষে।
হয়নি ব্যর্থ কবু মহানবীর ক্ষুব্ধ
অভিশাপ,
পুত্রের দায়ের কূপে সেই দিন টুকরো হলো
বাপ।
দু’দিনেতে ইসলাম ছেয়ে গেল ইরানের মাটি,
কলুষিত ইরান হলো চিরকালে সভ্যতার ঘাটি।
ইরানের রাজধানী পাপপুরী মাদায়েনে,
পাইলো নূতন রূপ মন্ত্র-মুগ্ধ-মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন