মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

সাগর যেমন উতলে উঠে পূর্ণিমারই ডাকে

বাংলাদেশ বিমানযাত্রী কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
পঁচানব্বইঃ 
সাগর যেমন উতলে উঠে পূর্ণিমারই ডাকে
পূর্ণিমারই ডাকে যেমন, জোয়ার আসে, অথৈ সাগরে,
পরান তেমন আনচান করে, দয়াল পাইতে তোমারে॥
বামন হইয়া আকাশ পানে তাকাই বারে বারে,
ওগো দয়াময়, শুভদর্শন দাওনা আমারে॥
সাগর যেমন উতলে উঠে দেখে চাঁদমুখ,
মায়ার পরশ পেতে তেমন উতলা এই বুক॥
সাগর যতই উতলে উঠুক চাঁদ না ধরা দেয়,
সুদূর আকাশ হতে সাগর বক্ষে গভীর চুমু দেয়॥
চাঁদের চুমু জোয়ার আনে, পূর্ণিমা সাগরে,
মোরাকাবায় ইসফাক খোঁজে প্রেমের সাঁইজিরে,
ও সাঁইজি আমি আশ্রয় নিলাম, তোমার দরবারে॥

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন