একাশিঃ 
আমার দমে
দমে আল্লা জিকির হয়
আল্লাহু আল্লাহু, জাল্লে জালালুহু,
জপে জপে রক্ত আমার শিরায় শিরায় বয়,
শরীরের কোষে
কোষে আল্লা জিকির হয়॥
 ইসফাক কুরেশী এই জীবনে আল্লাহ বিহনে,
দাউ দাউ জ্বলছে হায়রে প্রেমের দহনে, 
ও আল্লাহু তোমার জিকির বইছে সদা মনে॥
নিরালা অন্তর জুড়ে আল্লাহ্ তোমার বিচরণ,
জিকিরে জিকিরে সতেজ সারাটা জীবন,
আমার মনবাড়িতে রব তুমি আছ সারাক্ষণ॥
আমার  সারা অঙ্গে প্রেমের তুফান বয়,
রক্তে রক্তে দমে দমে আল্লা জিকির হয়,
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ

 
 
Nice
উত্তরমুছুন