যেখানে জনম যার,
সেই সর্ব প্রিয় তার,
হউক সে বিজন বন কিংবা মরুভূমি,
হউক সে হিম, শিলা, পর্বত, দ্বীপ-কালোপানি।
হউক সে অগম্য কোন জলা-ভাটাভাগ,
সেইখানে পড়ে থাকে জাতকের সব অনুরাগ।
এই বাংলাদেশ,
এখানে জনম মোর, 
এইখানে যতসব মান অভিমান।
এইখানে জলস্থল অন্তরীক্ষে, আমি বহমান।

 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন