শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

সূর্যের বক্ষে আমি আগুনের ঘর

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশী
সূর্যের বক্ষে আমি আগুনের ঘর

আমি যন্ত্রণার উত্তপ্ত সূর্য,
তিলে তিলে জ্বলিতেছি কানায় কানায়।
হাজার হাজার নাগাসাকি হিরোসীমা,
বক্ষে আমার, অনবিক বিস্ফোরণে পোড়ায়।

আমি শতকোটি যন্ত্রণার যুগযুগান্তর,
সূর্যের বক্ষে আমি, আগুনের ঘর।

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬)
দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন