শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

শাহ দাউদ কুরায়শী (রঃ)

কবি লেখক ব্লগার ইসফাক কুরেশী যাদুকাটা নদীপারে বারেকটিলায় 
শাহদাউদ কুরায়শী(রঃ
)

বাবা শাহদাউদ কুরায়শী,
আজন্ম তোমারে আমি বড় ভালবাসি।
প্রত্যেহ মাজার তোমার, জেয়ারত করি শ্রদ্ধায়,
শৈশবে হতে দাড়াতাম এসে তোমার কিনারায়।
আল্লার দরবারে এইখানে ব্যক্ত হত কত অভিলাস,
আজও দাঁড়াই, দাঁড়িয়ে প্রার্থনা করি, ফেলি নিঃশ্বাস।

শাহজালালের স্বজন তুমি, সাচ্চা অনুচর,
জন্মভূমি ফেলে এখানে গড়লে মাটির ঘর।
পড়ে রলো মক্কাভূমি চৌদ্দ সিঁড়ির বাস,
কেঁদে কেঁদে ফেলে এলে মক্কার আশপাশ
এতকাল যেখানে ইলিম শিখলে সাধনা করলে শত,
উচ্চমর্গে উঠলে যেথায় হয়ে মোরাকাবা রত।

মা বাবার বন্ধন, আরও বন্ধন পবিত্র কাবাগৃহ,
সব মায়া ফেলে এলে যে তুমি কী শক্ত ধর্মমোহ।
আরবে আজনম তোমার যারা ছিল প্রিয়জন,
তাদেরে ছেড়ে সত্য প্রচারে এলে এই তপবন।
যে আলো খোদা দিয়েছে, জ্বালাতে তা অন্ধকারে,
থাকলে না বন্দি হয়ে মক্কার সংসার কারাগারে।

পার হয়ে কত রাজ্য, কত মরু, পাথরের মাঠ,
কত জলা, কত বন, শৈলচূড়া, নদী-পথ-ঘাট।
পায়ে হেঁটে সুদীর্ঘ পথ মাসের পর মাস,
অনাহারে অনিদ্রায় অঙ্গ করে নাশ।
বহু লড়ে, বহু কষ্টে এলে এই দেশে,
জীবন যুদ্ধে জয়ী হতে সংগ্রামীর বেশে।

তোমার কণ্ঠে প্রথম আজান শুনলো রেঙ্গার মাটি,
এখানে তোমার মহাজীবনের বাঁধলে চিরন্ত ঘাটি।
যতনে লালিত এমাটি, দুপাশে সুরমা ও কুশিয়ারা,
সুশ্যামল এই জনপদ ছিল পাপে দিশেহারা।
মানুষ এদেশে জানতনা পরিচয় মহান আল্লার,
চন্দ্র সূর্য উদিত তবুও ছিল যে অন্ধকার।

ধর্ম ছিল সেকেলে, বিশ্বাসহীন লোকাচার,
ডানবাম জুড়ে ছিল, শুধু পাপাচার।
অন্যায় অবিচারে মানুষ যখন ছিল দিশেহারা,
শত কলঙ্কে কালো হয়ে গিয়েছিল রত্না-বুড়িভরা।
চিতায় সাজানো কিশোরীর লাশ, দাঁড়ালো শির তুলে,
বিভ্রান্ত মানুষ সকল জড়তা তখনই গেল সে ভূলে।

ইসলামের মধুপানে লেগে গেল ধূম,
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ে ভেঙ্গে সবার ঘুম।
উদ্ভ্রান্ত মানুষ দেখল সঠিক পথ,
ইসলাম চিরসত্য সকলেই দিল অভিমত।
দু’নদীর মধ্যভাগে আচমকা ফোটে ফুল ইসলাম,
সূর্যের মহাতেজে রাঙ্গা হয় সব ক’টি গ্রাম।

ইসলাম প্রচারে এসে শেখে নিলে লোকভাষা,
আপন করলে বিদেশের লোক, ঢেলে প্রেম ভালবাসা।
তুমিই রেঙ্গার কুতুবমিনার, মোদের আকাশ রবি,
তোমার কিরণে মহাপ্রদীপ্ত হলাম আমরা সবি।
শত হউক, তুমি বাবা আমার রক্তের আদি,
কসম এ রক্তের সত্য আমি রাখব সজুরে বাঁধি।

জীবনে সব খোয়াতে আমি পারি,
পারিনা খোয়াতে কেবল ইসলামের স্বর্ণতরী।
ইসলামই শ্রেষ্ঠধন, শ্রেষ্ঠ আমার সারাটা জীবনের,
দৃঢ় প্রতিজ্ঞ সত্য হতে আমি, হবনা হেরফের।
বাবা শাহ দাউদ কুরায়শী,
ইসলামের রজ্জু ছেড়ে, কখনও আমি,
হবনা আত্মনাশী।

রচনাকালঃ 
১৯৭৮ সাল। আমি তখন মোগলাবাজার আর আর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন