শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

ঊনিশ বছর বয়স

কবি, লেখক, ব্লগার, শাহজালাল(রঃ) গবেষক ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী 
ঊনিশ বছর বয়স

ঊনিশ বছর বয়স, হয়ত ধ্বংসের নয়ত সৃষ্টির,
হিসপিস করে হাত অন্ধকারে ছুড়ে দিতে তীর।
উদভ্রান্ত যৌবন উচ্ছসিত সৌরকলঙ্কের মতন,
উশৃংখল শপথে প্রাণ উতলে উঠে যখন তখন।

বিষাক্ত বাতাসে ঘুরে এ বয়স, বিকৃত মাথায়,
উত্তেজেনায় তরুণরা সদা মাতাল হয়ে যায়।
আশৈশব জমা জড়তার স্তুপ হয় পরিস্কার,
দুর্মর সাহসেরা সুতীব্রকন্ঠে করে চিৎকার।

অনাবিল বিশ্বাসে প্রাণ, হয়ে উঠে চঞ্চল,
স্বপ্নে স্বপ্নে চোখ, ঝরায় গোলাপজল।
অলিক কল্পনায় ফলে সোনার ফসল,
নয়নে নয়নে ভাসে, রাঙ্গা শাপলার দল।

অন্তলিন বিষাধে বিধ্বস্ত মন, রক্তাক্ত দেহ,
 মাঝে মাঝে, হারিয়ে ফেলে মানবীয় স্নেহ।
প্রগাঢ় বিশ্বাসে হৃদয়ে, জাগে অহংকার,
উদ্ভাসিত যৌবনে প্রাণ, করে মার মার।

সুকঠিন আঘাত হানে ভেঙ্গে দেয় মিথ্যার মূল,
সজুরে উপড়ে ফেলে সমাজের কাঁধে বসা ভুল।
সৃষ্টিনেশায় বিভোর হয় জেগে ওঠা অন্তর,
ভেঙ্গে ফেলে বহুজনমের অচলায়তন ঘর।

ঊনিশ ভয়হীন, এ বয়স বিদ্রোহী,
জীবন ঢেলে সাজাতে সে অদম্য আগ্রহী।
এবয়েসে চঞ্চল হয় তরুণেরা ধ্বংসের নেশায়,
নতুবা পাগল হয় দেশ ও সমাজ গড়ায়।

রচনাকালঃ ১৯৮৪ সাল, আমার ঊনিশ বছর বয়সে লেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন