মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

বয়ে যাও সুরমা তুমি

Image: The Surma river, Sylhet. 
বয়ে যাও সুরমা তুমি

কালসিন্ধু ছিন্ন করে জলরানি, বও ওগো তুমি,
যেমন বহিয়া যায় যুগে যুগে ঋতুচক্র ধারা।
তুমিও তেমনি ওগো, মহাকালে চির আত্মহারা,
ছুঁয়ে যাও, আসাম বাংলার ছায়া সুনিবিড় ভূমি।
তোমার রূপালি জল বহমান মোর পাশ চুমি,
বর্ষায় তোমার বুকে তরী ভেসে হই মাতোয়ারা।
শীত ও বসন্তে খরা, চিকচিক করে বালুধারা,
মৃত্যু নেই, ক্লান্তিহীন, নিদ্রাহীন রূপসুধা তুমি।

ওগো সুমা! মোর পাশে চিরকাল রবে তুমি বেঁচে,
অস্থি আমার ঘুমাবে একা, যখন মাটির ঘরে।
যখন ঘাস হবে, বৃক্ষ গজাবে, আমার কবরে,
তখনো বহিবে তুমি, সগৌরবে, মোর কাছ ঘেষে।
কথা দাও, সুমা তুমি, সবযুগে রবে মোর কাছে,
অমর তোমারে আমি, আজীবন যাবো ভালোবেসে।

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার 
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
রচনার 
তারিখঃ ২০-০৪-১৯৮৬ইং
স্থানঃ দাউদপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন