মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

চিরবসন্তের দেশ

চিত্রঃ সিলেটের দৃশ্য

চিরবসন্তের দেশ

শতফুল, শতকলি, বনে বনে সুরভীর হাসি,
সোনাঅঙ্গে মায়ারঙ, রূপে ভেজা টিলা সারি সারি।
চায়ের শীতল স্বাধে, হবে প্রাণ, অনন্ত উদাসী,
বাদর, হরিণ, কটা, সজারুর মনোরম বাড়ি।
সারিগাঙ্গে ভাসমান লালেধলা শিলা বালি নুড়ি,
নীলজলে লালবক শ্বেতহাঁস ভালোবাসাবাসি।
তটিনীর জলেভেজা সুনয়না গোলাপী কিশোরী,
শ্রীভূমি সুন্দরী প্রিয়া, প্রেমে আমি মত্ত হয়ে আছি।

প্রেমিক হয়েছি আমি, রূপকন্যে, স্বদেশের রূপে,
খুঁজেছি তাহারে আমি প্রেমময়ী জলায় টিলায়।
গিয়াছি ফুলের দেশে পাখিদের গানের সভায়,
মাধবকুন্ডের জলে, সরোবরে, বনানীর ঝোঁপে।
ডানামেলে উড়ে মন, ফলে ফুলে, পায়রার ঝাঁকে,
বসন্তে আনন্দে ভরা, সোনামাখা, সুরমার বাঁকে

চি
ত্রঃ কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
তারিখঃ ০৯-০৩-১৯৮৬ইং 
স্থানঃ 
গ্রাম; রণকেলী, কাব্যঃ রমণীয় পৃথিবীর বুকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন