মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

রমণীয় ঘুম ভেঙ্গে গেলে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার 
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
রমণীয় ঘুম ভেঙ্গে গেলে

নেশার নয়নভূমে রমণীয় ঘুম ভেঙ্গে গেলে,
থেমে যাবে পাশাখেলা, নৃত্যরতা নর্তকীয় দোল।
পড়ে রবে রূপময়ী শ্রীসিলেট সুরমার কূল,
রূপাঙ্গী শ্যামলী বাংলা মহাশুন্য, আমি চলে গেলে
বসন্ত আসিবে সেজে বনেবনে কুসুমাগ্নি জ্বেলে,
রাঙাবনে রবে ফুল, হাসিমাখা পলাশ শিমূল।
ঋতুচক্র চক্রাকারে ঘূর্ণিস্রোতে দিবে বর্ণদোল,
উড়িবে পায়রা শ্যামা, লালবক কচি ডালে ডালে।

হবেনাকো কোনোদিন পৃথিবীর পথচলা শেষ,
লালরবি, রূপাচাঁদ, রবে এই পূর্ণিমার দেশে।
প্রিয় যাহা এতদিন প্রেমচোখে গেছি ভালবেসে,
রজনীগন্ধার ঘ্রাণ, সবছবি, নীড়হারা বেশ।
রাঙামোর, রেঙ্গাভূমি রিক্তমনে রবে পিছু পড়ে,
তামাসার রঙ্গমঞ্চ নিভে যাবে শূণ্যপথে ঝরে।

রচনার তারিখঃ ০৭-০৫-১৯৮৩ইং,
স্থানঃ দাউদপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন