বাংলাদেশ; কোথায় চলেছ তুমি
দিনে দিনে মনে হয় এই দেশটারে,
আমি যেন চিনি তারে, জনম জনম ধরে।
আমি যেন চিনি তারে, জনম জনম ধরে।
এই প্রশান্ত নিরালা আকাশ,
সবুজ সতেজ রঙে গদ্গদ।
এই শ্যামল কোমল প্রকৃতি,
হাজার বছরের কৃষি জনপদ।
দুষ্ট শয়তানের লালসা ভরা স্বাধ,
আইনের ফাঁক গলে নিত্য অপরাধ।
এখানে ধুলিভরা পীড়িত বাতাস,
নদীতে দুষিত ঘোলাজল।
এই শ্যামল কোমল প্রকৃতি,
হাজার বছরের কৃষি জনপদ।
দুষ্ট শয়তানের লালসা ভরা স্বাধ,
আইনের ফাঁক গলে নিত্য অপরাধ।
এখানে ধুলিভরা পীড়িত বাতাস,
নদীতে দুষিত ঘোলাজল।
নোংরা ঘিঞ্জি মানব বসতি,
বেকার জনতার অথৈ কোলাহল।
এখানে সংবিধানে লিখা আছে
মানুষের সব অধিকার।
অথচ শোষণ শাসনে বাধা,
বাংলার সমাজ সংসার।
এদেশে অসহায় মানুষেরা,
ভূলের বলীতে
ভূতের গলীতে
আর কত দিবে প্রাণ,
হবে কবে মিথ্যার অবসান।
কোথা তারে নিয়ে যাবে,
লাগামহীন গতি।
এই জঞ্জাল যাত্রার
কি হবে? শেষ পরিণতি।
বাংলার গ্রামে গ্রামে,
সাধারণ ঘরে ঘরে,
চঞ্চল চক্রস্রোতে
ব্যর্থ নিশানায়,
কোন সে অজানায়,
বাংলাদেশ হয়ে যাবে লীন,
ফিরবেনা আর ঘাটে কোনদিন।
এখন গৌরবের স্বাধীনতা কাল,
চারদিকে তুর্য তুখোড়।
গর্বের বন্যায় তুমি,
বেসামাল হয়োনা উপুড়।
উন্নয়নের আত্ম অহংকারে,
তোমার বক্ষ চিরে,
নিত্য নব রোগ নিয়ে,
কোথায় যাচ্ছ তুমি রঙের বঙ্গভূমি।
হে প্রিয় বাংলাদেশ,
তোমার চাঞ্চল্য সব,
আমারে করেছ দান।
এই চিত্তের মর্মমূলে,
জ্বলছে প্রভূর শিখা অনির্বাণ।
বলি, হও তুমি সাবধান।
সত্যের প্রান্তসীমা হতে
একটু একটু করে,
বেকার জনতার অথৈ কোলাহল।
এখানে সংবিধানে লিখা আছে
মানুষের সব অধিকার।
অথচ শোষণ শাসনে বাধা,
বাংলার সমাজ সংসার।
এদেশে অসহায় মানুষেরা,
ভূলের বলীতে
ভূতের গলীতে
আর কত দিবে প্রাণ,
হবে কবে মিথ্যার অবসান।
কোথা তারে নিয়ে যাবে,
লাগামহীন গতি।
এই জঞ্জাল যাত্রার
কি হবে? শেষ পরিণতি।
বাংলার গ্রামে গ্রামে,
সাধারণ ঘরে ঘরে,
চঞ্চল চক্রস্রোতে
ব্যর্থ নিশানায়,
কোন সে অজানায়,
বাংলাদেশ হয়ে যাবে লীন,
ফিরবেনা আর ঘাটে কোনদিন।
এখন গৌরবের স্বাধীনতা কাল,
চারদিকে তুর্য তুখোড়।
গর্বের বন্যায় তুমি,
বেসামাল হয়োনা উপুড়।
উন্নয়নের আত্ম অহংকারে,
তোমার বক্ষ চিরে,
নিত্য নব রোগ নিয়ে,
কোথায় যাচ্ছ তুমি রঙের বঙ্গভূমি।
হে প্রিয় বাংলাদেশ,
তোমার চাঞ্চল্য সব,
আমারে করেছ দান।
এই চিত্তের মর্মমূলে,
জ্বলছে প্রভূর শিখা অনির্বাণ।
বলি, হও তুমি সাবধান।
সত্যের প্রান্তসীমা হতে
একটু একটু করে,
সরে দূরে সরে,
হয়ে যাবে আচমকা, বহুতল ভবন পতন,
নিভে যাবে জীবনের সব স্পন্দন।
হয়ে যাবে আচমকা, বহুতল ভবন পতন,
নিভে যাবে জীবনের সব স্পন্দন।
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
কাব্যগ্রন্থঃ হৃদয়ে বাংলাদেশরচনাকালঃ ২০ নভেম্বর ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন