একশত একঃ
হল না দেখারে তার সনে
১
হয়েও হয়না দেখা রে
তার সনে,
অপরূপ গোল্ডফিস এক পুষলাম যতনে,
একুরিয়াম ভরে দিলাম, জল ও পবনে,
রঙ্গিন বাতি জ্বালিয়ে দিলাম, দেখতে নয়নে॥
২
সোনামাছ সাঁতার কাটে, কাঁচের ঘরে, নীরবে নির্জনে,
কেমন রে তার রূপ
ও বর্ণ, জানিনা কী তার মনে॥
৩
অচিন সোনা চেনার
লাগি, ভীষণ ব্যথা, জ্বলে পরাণে,
বড় ভালবাসার গোল্ডফিস দেখা, হলো না জীবনে॥
৪
অদেখা অচেনা মিন, তাঁরে ব্যস্ত রাখি ভোজনে,
সব চাহিদা পূরণ করি তাঁর, প্রতিক্ষণে খনে॥
৫
ইসফাক কুরেশির সোনামিন, সাঁতরে জল ভবনে,
মাথার ঘাম বইছে চরণে, তবু দেখা তাঁর পাইনি জীবনে॥
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন