অনুজ নিশাতের জন্মকাহিনি
আমি পঞ্চম শ্রেণিতে অধ্যয়নকালে ১০ নভেম্বর ১৯৭৫ সালে গ্রামের বাড়িতে আমার ছোট ভাই নিশাতের জন্ম হয়। পাঠশালা হতে ফিরে এক নতুন ফুটফুটে শিশু ভাই দেখে খুব আনন্দ পাই। বড় ভাইবোন সবাই এই শিশুকে কোলে নিয়ে আনন্দে মেতে উঠেন। আমারও আনন্দ হয় কিন্তু কিছুদিনের মধ্যে বুঝলাম ছোটজন হিসাবে বিগত নয় বছর সংসারে আমার প্রতি সবার কাছে যে আলাদা স্নেহ ও মমতা ছিল তাহা নুতন শিশু নিশাতের বরাবরে স্থানান্তরিত হয়ে গেছে। সে যখন হাঁটা শিখে তখন মাঝে মধ্যে পড়ে গিয়ে বেহুশ হয়ে যেত। একদিন আম্মা পশ্চিম ভিটের পাকঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় খাটে বসা অবস্থা আচমকা মাটিতে পড়ে কেঁদে উঠে। খানিকক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলে। মুখ নীল হয়ে যায়। আম্মার চিৎকারে সারাবাড়ির লোকজন জড় হয়ে তার মাথায় পানি ঢালতে থাকেন। মাথায় পানি ঢালার এক পর্যায়ে হঠাৎ যেন কেমন করে হুশ ফিরে আসে।
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন